ঢাকাবৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বেগম খালেদা জিয়া কে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে-সফর সঙ্গী থাকবে ১৪ জন।

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

 

আতিকুর রহমান উজ্জল ।। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বি এনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদান্ত হয়েছে।আজ মধ্য রাত নতুবা কাল সকালে বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে বলছেন দলের মূখপাএ খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেন্বর) আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সামনে সাংবাদিকদের ব্রিফিং কালে এই তথ্য জানান। দীর্ঘদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া নানা রোগের আর্থ্রাইটিস ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যার সহ এসব জটিলতায় ভুগছেন। আওয়ামীলীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান।এর পর ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের যান।চিকিৎসার জন্য ১১৭দিন লন্ডনে থাকার পর গত ৬ মে বেগম জিয়া দেশে আসেন।বি এনপির চেয়ারপার্সন এর সাথে যাচ্ছেন চিকিৎক সহ ১৪ জন। বি এনপির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে । সফর সঙ্গী পুএবধু সৈয়দা শামিলা রহমান , ডা,জাহিদ হোসেন,ডা,এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা) ডা,ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা,সাহাব উদ্দিন তালুকদার, ডা,নুরুদ্দিন আহমেদ, ডা,মোহাম্মদ জাফর ইকবাল,ডা,মোহাম্মদ আল মামুন , হাসান শাহরিয়ার ইকবাল,(এস এস এফ),সৈয়দ সামিন মাহফুজ(এসএসএফ), আব্দুল হাই মল্লিক(ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী) মাসুদের রহমান (এসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটার) ফাতেমা বেগম (গৃহকর্মী),রুপা শিকদার (গৃহকর্মী), ডাক্তার জাহিদ জনান,বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে অথবা কাল সকালের ভেতরে লন্ডন নিয়ে যাব।আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন